দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি বহুল আলোচিত। কেহ কেহ এই বত্সরের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য তাগিদ দিয়া যাইতেছেন। তবে এই কথাও সত্য যে, নির্বাচন না হইলেও অনেকের মনোভাব এখন এমন যে, তাহারা ক্ষমতায় চলিয়া আসিয়াছেন। অন্তত তাহাদের কথাবার্তা ও আচার-আচরণে তাহারই প্রতিফলন দেখা যাইতেছে। বিশেষ করিয়া, স্থানীয় পর্যায়ে তথা জেলা, উপজেলা ও ইউনিয়নে যাহা ঘটিতেছে তাহা এক কথায় অনাকাঙ্ক্ষিত… বিস্তারিত