বিনোদন ডেস্ক | সিটিজি টাইমস.কম
কাতারের রাজকুমারী শেখ আল মায়াসাকে হাজার হাজার মানুষ ফলো করলেও তিনি ফলো করেন হাতেগোনা কয়েকজনকে। যাদের তিনি ফলো করেন তাদের মধ্যে রয়েছেন একজন বলি অভিনেত্রীও।
ঐশ্বরিয়া রাই বচ্চন অথবা কারিনা কাপুর নন, কাতারের রাজকুমারী যাকে ফলো করেন তার নাম শুনলে অবাক হয়ে যাবেন।
কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির কন্যা শেখ আল মায়াসা ২০০৫ সালে ডিউক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরের বছর দোহায় জসিম বিন আব্দুল আজিজ আল থানিকে বিয়ে করেন তিনি। চার ছেলে এবং এক মেয়ের মা কুয়েতের এই রাজকুমারী সৌন্দর্যের দিক থেকে যে কোনও অভিনেত্রীকে পেছনে ফেলে দিতে পারেন।
ইনস্টাগ্রামে ১০ লাখের বেশি ফলোয়ার্স থাকলেও তিনি যাদের ফলো করেন সেই তালিকা ৫০০- এরও কম। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বিশ্বনেতা, তারকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় রাজ পরিবারের সদস্যরা। এই তালিকায় রয়েছেন একজন বলিউড অভিনেত্রীও।
শেখ আল মায়াসা ইনস্টাগ্রামে যে বলিউড অভিনেত্রীকে ফলো করেন, তাকে হয়তো খুব সহজে অনুমান করতে পারবেন না আপনি। ২০০৪ সালে মার্ডার সিনেমায় অসাধারণ অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই অভিনেত্রী। তিনি হলেন মল্লিকা শেরাওয়াত।
বহু বছর আগে যুক্তরাষ্ট্রে কাতারি রাজ পরিবারের সঙ্গে দেখা হয়েছিল মল্লিকার, তখন থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও রাজকুমারী এবং অভিনেত্রীর মধ্যে যোগাযোগ রয়েছে।
২০০৬ সালে রাজকুমারীর বিয়েতে আমন্ত্রিত একমাত্র সেলিব্রিটি ছিলেন মল্লিকা। ২০১০ সালে ফ্রান্সের কানে কাতারের দোহা ফিল্ম ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী।
The post কাতারের রাজকুমারী বলিউডের যে নায়িকাকে ফলো করেন appeared first on Ctg Times.