ত্বক যখন নিষ্প্রাণ, দাগছোপ বা রঙের তারতম্য দেখায়, তখন বুঝতে হবে ত্বক পুষ্টির অভাবে ভুগছে। আর পুষ্টির অভাব মানেই দ্রুত বার্ধক্যের লক্ষণ দেখা দেওয়া। যেমন ফাইন লাইন, রুক্ষতা বা ছোপ ছোপ দাগ। এই পরিস্থিতিতে ত্বক বাঁচানোর সবচেয়ে ভালো উপায় অ্যান্টিঅক্সিডেন্ট।