প্রযুক্তি প্রতিষ্ঠান অপো বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন অপো ‘এ৫এক্স’। ডিভাইসটি আছে আইপি৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মেলিটারি-গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ-লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়।
স্মার্টফোনটির ওয়াটার স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে ফোন ভেজা থাকলেও নিঁখুত স্ক্রিন রেসপন্স দিতে পারে। তাই ভেজা হাত, এমনকি হালকা বৃষ্টিতেও নির্বিঘ্নে স্মার্টফোন ইউজ করা যায়। গ্লাভস ব্যবহার করেও ফোনটিতে স্ক্রল …
