প্রযুক্তি ব্র্য্যান্ড টেকনো সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নতুন দুটি ল্যাপটপ মেগাবুক টিওয়ান১৪ ও মেগাবুক কে১৬এস উন্মোচন করেছে।
মেগাবুক টিওয়ান১৪ ল্যাপটপে রয়েছে ইন্টেল ১৩তম জেনারেশন কোর হাই-এন্ড প্রসেসর, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও, ৩৫০ নিটস ব্রাইটনেস এবং টিইউভি আই-কমফোর্ট সার্টিফিকেশন সহ একটি ১৪-ইঞ্চি স্ক্রিন।  ডিভাইসটির বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং ওজন ১.৩৯ কেজি। ১৪.৮ মিলিমিটার থিন বডির এই ল্যাপটপে …