আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষে চার জন আহত হয়েছেন। গুরুতর আহত ওই চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- রিনা, শাহীনুর, ফিরকী ও শাহনাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বিয়ে, সুন্নতে খতনা ও শিশু ভূমিষ্ঠ হলে দীর্ঘদিন যাবৎ বাকাল ও রাজিহার ইউনিয়নে চাঁদা উত্তোলন করে রিনা হিজড়ার দল। অন্যদিকে রত্নপুর, বাগধা ও গৈলা ইউনিয়নে ওই সকল অনুষ্ঠানে চাঁদা উত্তোলন করে পায়েল হিজড়ার দল। আজ রিনা হিজড়ার নিয়ন্ত্রিত বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় পায়েল হিজড়ার দল গেলে বাঁধা দেওয়া হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে একে অপরের ওপর হামলা চালালে সংঘর্ষে বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের চার জন আহত হয়।
পায়েল হিজড়া বলেন, ‘আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পরে সেই ভাগ এখন আর কেউ মানে না। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে রিনা হিজড়ার দল আমাদের সঙ্গে থাকা বাদ্যযন্ত্র কেড়ে নিয়ে হামলা চালায়।’
অপরদিকে রিনা হিজড়া বলেন, ‘বাকাল ইউনিয়ন আমার নিয়ন্ত্রিত এলাকা। এখানে পায়েল হিজড়ার দল আসায় আমরা বাধা দিলে আমাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলা প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাঁধে।’
তবে তারা অনুষ্ঠানের মাধ্যমে উত্তোলন করা চাঁদাকে চাঁদা না বলে টাকা উত্তোলন বলেন। তাদের দাবি তারা চাঁদা না আনন্দ দিয়ে ওই টাকা উত্তোলন করে তারা জীবনযাপন করে আসছেন।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, হিজড়াদের দুই গ্রুপের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনায় এসআই সোহরাব হোসেনকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়। তিনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post আগৈলঝাড়ায় চাঁ*দাবা*জি নিয়ে হিজড়াদের দুই গ্রুপের সং*ঘ*র্ষ, আ*হ*ত ৪ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.