পাকিস্তানের সঙ্গে স্থগিত করা সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন পাকিস্তান ‘সীমান্ত সন্ত্রাসবাদে’ মদদ দেওয়া বন্ধ না করবে ততদিন এ অবস্থার পরিবর্তন হবে না। বৃহস্পতিবার (১৫ মে) এক একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারত-পাকিস্তানের বিষয়টি উঠে আসলে তিনি এমন মন্তব্য করেন।
জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো বিষয় ‘কঠোরভাবে দ্বিপক্ষীয় ভিত্তিতে’ সমাধান করতে হবে, তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। এ নিয়ে দীর্ঘদিনের যে ঐক্যমত বা নীতি আছে সেটি অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছিল, জম্মু-কাশ্মিরের পেহেলগামের হামলার সঙ্গে জড়িততের শাস্তির আওতায় আনতে হবে। আমরা ৭ মে অপারেশন সিঁদুরের মাধ্যমে ওই হামলাকারীদের শাস্তি দিয়েছি।
পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতিত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে জানান জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে। তাদের আমাদের কাছে তুলে দিতে হবে। পাকিস্তান জানে তাদের কী করতে হবে।
অপরদিকে কাশ্মির ইস্যু নিয়ে তিনি দাবি করেন, পুরো কাশ্মির ভারতের ভূখণ্ড যেটি পাকিস্তান দখল করে রেখেছে। পাকিস্তান যদি কাশ্মিরকে ভারতের কাছে হস্তান্তরে আগ্রহী থাকে; শুধুমাত্র তখনই এ নিয়ে আলোচনা হতে পারে।
সিন্ধু পানি চুক্তি নিয়ে জয়শঙ্কর বলেন, এ চুক্তি স্থগিত আছে। এটি থাকবে যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেবে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুমকি দিয়েছেন ভারত যদি সিন্ধুর পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে তাদের তাদের অকল্পনীয় পরিণতি ভোগ করতে হবে।
সূত্র: ওড়িশা টিভি
খুলনা গেজেট/এএজে
The post পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে : ভারত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.