পাণ্ডিত্যের অহমে কিছু মানুষ আলোর পথেও
অমাবস্যার রঙেই উপাসনালয় সাজায়।
মূঢ়রাও পণ্ডিতের লেবাস ধরে বল্গা হরিণের মতো
লাফিয়ে লাফিয়ে তাদেরই অনুসারী হয়ে
একই পথে হেঁটে চলে উৎসবের আমেজ ও আনন্দে।
ওরা মানবতার বলি দিয়ে যায় ভয়ংকর উলুধ্বনিতে!
তমসার ধোঁয়াশায় কোলাহল নগরের মানুষেরাও