আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাব্বির সরদার নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়।

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের ইসহাক সরদারের ছেলে সাব্বির। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে এক বছর আগে তিনি সৌদি আরব পাড়ি জমান। তিনি সৌদি আরবের দাম্মাম শহরে একটি অফিসে কাজ করতেন। ১৩ মে বিকেলে সাব্বির অফিস থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। দুই ভাই ও এক বোনের মধ্যে সাব্বির সবার ছোট। সাব্বিরের লাশ দেশে আনার জন্য তাঁর পরিবার বাংলাদেশ সরকারের কাছে আকুতি জানিয়েছে।

The post সৌদি আরবে সড়ক দু*র্ঘ*ট*নায় প্রাণ গেল আগৈলঝাড়ার যুবকের appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.