বসন্ত আর গ্রীষ্মের সন্ধিক্ষণে দিনাজপুরের বীরগঞ্জের প্রকৃতি কৃষ্ণচূড়ার আগুনরাঙা রঙে সেজেছে। চারদিকে কৃষ্ণচূড়ার লাল ফুলের ঝলকানি ছড়িয়ে দিচ্ছে এক অপার সৌন্দর্য। প্রচণ্ড দাবদাহের মাঝেও কৃষ্ণচূড়ার ডালে ডালে ফুটে থাকা লাল ফুল ঢেকে দিয়েছে গাছের পত্র-পল্লব, পথঘাট আর প্রান্তর। পথচারীরা থমকে দাঁড়িয়ে অপার বিস্ময়ে দেখছেন এই রক্তিম লাল ফুল।
ষড়ঋতুর এই বাংলাদেশে প্রকৃতি প্রতিটি ঋতুতে নিজেকে প্রকাশ করে… বিস্তারিত