বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ শুরুতে ১৫ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন। তার পথ অনুসরণ করে এবার মনন রেজা নীড়ও একই বয়সে হলেন আন্তর্জাতিক মাস্টার। এর আগে নানান সময়ে জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর ও ফাহাদ রহমান এই টাইটেল পেয়েছিলেন। তবে এরা কেউই পরবর্তীতে গ্র্যান্ডমাস্টার হতে পারেননি।
শুক্রবার হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে… বিস্তারিত
