বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার ভুমিহীন পচনরোগে আক্রান্ত ষাটোর্দ্ধ সাইদুর রহমান আর্থিক সঙ্কটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তিনি বিত্তবান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সাহায্যে বাঁচতে চান।

জানা যায়, বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর এলাকার মরহুম বাহার আলীর ছেলে সাইদুর রহমান। তাঁর ১ শতাংশ  জমির উপর নির্মিত জরাজীর্ণ একটি টিনের ছাপরা ঘর। স্ত্রী-সন্তান নিয়ে দুর্বিষহ জীবন যাপন।

২০ বছর আগে সাইদুর রহমানের বাম পা পচনরোগে আক্রান্ত হয়। তিনি দীর্ঘদিন চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে বাম পা বিছিন্ন করে পচনরোগ মুক্ত হন।

বাম পা বিছিন্নের পর শুধু ডান পা দিয়েই চার্জার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করেন। অর্ধাহারে-অনাহারে দিন কাটতো সাইদুর রহমানের।

কয়েক মাস আগে তাঁর ডান পায়ের আঙ্গুল পচনরোগে আক্রান্ত হয়ে রোগ যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েন। রোগ যন্ত্রণায় কাতরানো সাইদুর রহমানকে স্থানীয় কতিপয় ব্যক্তির আর্থিক সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক তাঁকে রোগমুক্ত হতে জরুরি ডান পা বিছিন্ন করার পরামর্শ দেন। ডান পা বিছিন্ন করতে ৩ লাখ টাকার প্রয়োজন। তাঁর এবং তাঁর স্বজনদের পক্ষে টাকা যোগানো সম্ভব নয়।  অপরদিকে খাদ্য সঙ্কট।

তাঁর পরিবারের সদস্যরা অর্ধাহারে-অনাহারে দিন কাটছেন। সাইদুর রহমানের বুক ফাটানো আর্তনাদ। তিনি বিত্তবান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সাহায্যে পচন রোগমুক্ত হয়ে বাঁচতে চান।

সাইদুর রহমানের সাথে যোগাযোগ ও সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৭৬২ ৭৮৫০৪৮।

The post পচনরোগে আক্রান্ত বৃদ্ধ বাঁচতে চান appeared first on সোনালী সংবাদ.