স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজি টাইমস.কম

চট্টগ্রাম: ফয়’স লেক এলাকায় চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন দেয়াল ধসে ৫ শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হাওলাদার (২৭)।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশন সূত্রে জানা যায়, রাতে চিড়িয়াখানার প্রধান গেইটের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

এ সময় ছাদ ও পাশের দেয়াল ধসে পাঁচ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

The post চিড়িয়াখানার দেয়াল ধসে ৫ শ্রমিক আহত appeared first on Ctg Times.