মধ্যপ্রাচ্যে এখন অনেকটাই ‘নিঃসঙ্গ’ ইরান। হিজবুল্লাহ-হামাস-হুতিদের নিয়ে তেহরান যে ‘প্রতিরোধ বলয়’ গড়ে তুলেছিল তা শত্রু ইসরায়েলের আঘাতে-প্রত্যাঘাতে ‘লণ্ডভণ্ড’। এক সময়ের ঘনিষ্ঠ সিরিয়া এখন ‘হাতছাড়া’। লেবাননও ‘হাতে নেই’।
দীর্ঘ সীমান্তের কারণে প্রতিবেশী ইরাকের সঙ্গে যে সুসম্পর্ক আছে তা মূলত ‘স্বার্থ-কেন্দ্রিক’। সেখানকার ইরানপন্থি বা ইরান-সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা এখন যেন ‘শীত নিদ্রায়’।
এক দেশে দুই… বিস্তারিত