এবার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমটি বাংলার সৌরভ’ নামের ট্যাংকারে আগুন লেগেছে। চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ট্যাংকারটি তীরের কাছাকাছি সাগরে নোঙর করা অবস্থায় রয়েছে। আরেকটি জাহাজ থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। মোট চারটি স্পিডবোট দিয়ে জাহাজে থাকা ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের সময় বাংলার সৌরভে কতজন নাবিক ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ট্যাংকারটিতে তেল আছে কি–না তাও এ মুহূর্তে নিশ্চিত করা যায়নি। এখন কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণ ও নাবিকদের উদ্ধারের কাজে রয়েছে।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ১২ টা ৫০ থেকে ৫৫ মিনিটে অগ্নিকাণ্ড হয়। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট বা দ্রুতগতির নৌযান গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের একটি টাগবোট গেছে সেখানে।

গত সোমবার বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র আরেকটি ট্যাংকার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই দুটি ট্যাংকারই ৩৮ বছরের পুরোনো।

 

খুলনা গেজেট/এইচ

The post ‘বাংলার সৌরভ’ ট্যাংকারে আগুন, ৩৬ নাবিক ও ক্রু উদ্ধার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.