যুক্তরাজ্যের লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তিনজন ইরানি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন—মোস্তফা সেপাহভান্দ (৩৯), ফরহাদ জাভেদি মানেশ (৪৪) এবং শাপুর কালেহালি খানী নুরি (৫৫)। এ তিনজনই লন্ডনের বাসিন্দা।
পুলিশ বলছে, তারা ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ইরানের হয়ে যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তি চালিয়েছেন। মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস-বিরোধী ইউনিটের… বিস্তারিত