গাজায় ইজরায়েলের নৃশংসতা হাজারো শিশুর শৈশবকে কেড়ে নিয়েছে। এমনই এক ছোট্ট শিশু লানা আল-শরীফ। তার বয়স যখন মাত্র আট তখন শুরু হয় গাজায় ইজরায়েলের গণহত্যা। বয়সে ছোট হলেও বাস্তবতার নির্মমভারে সে যেন এখন অনেক বড় হয়ে উঠেছে। লানা এখন সবার কাছে পরিচিত “বড় শিশু” নামে। কারণ, তার চোখে ঘুম নেই, হাসিতে প্রাণ নেই, আর গালে নেই আগের সেই উজ্জ্বলতা।
ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার খান ইউনিসের এক অস্থায়ী শিবিরে… বিস্তারিত