কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৩ নদীর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৪ জেলেসহ ৩টি মাছধরার ট্রলার আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ।শনিবার (১৭ মে) দুপুরে ফাতরার বন সংলগ্ন সাগরের মোহনা থেকে তাদের আটক করা হয়।
পরে ৩টি ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এ সময় নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, সকালে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। নৌ-পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে মাছ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করা হয়। পরে তাদের ২৮ হাজার টাকা জরিমানা ও অবরোধকালীন সময়ে সমুদ্রে মাছ শিকার করবেন না মর্মে মুচলেকা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। সামুদ্রিক সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।
The post কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, মুচলেকায় মুক্তি ১৪ জেলের appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.