স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আখ খেতের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে রাজশাহীর বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকার বিলের একটি আখ খেতে লাশটি পাওয়া যায়।

নগরীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিকেলে দুর্গন্ধের উৎস খুঁজতে মাঠের কৃষকেরা আখ খেতের ভেতর গিয়ে লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। ওসি জানান, অন্তত ২০ দিন আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকৃত হয়ে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

তার আনুমানিক বয়স হতে পারে ৫০ বছর। এটি হত্যা কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ নিয়ে তদন্ত চলছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।

The post রাজশাহীতে আখ খেতে মিলল অর্ধগলিত লাশ appeared first on সোনালী সংবাদ.