যশোরের শার্শার পাচঁভৃলাট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এর মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ রয়েছে। তবে পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাচভূলেট সীমান্ত এলাকার একটি মাঠের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো বাগেরহাট জেলার কচুয়া থানার শাখার গাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০), একই জেলা সদরের পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০), মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও একই জেলা সদরের কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানা যায় কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করছে। এ সময় হাবিলদার ওমর ফারুকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল রাতে পাচঁভৃলাট গ্রামের একটি মাঠের মধ্য অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ রয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম
The post শার্শা সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের সময় আটক ৪ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.