বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের সাথে কর্তৃপক্ষ মতবিনিময় করেছে। সোমবার দুপুরে শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময়ে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান ও সহকারী প্রক্টর প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ নিরাপত্তা প্রহরীদের উদ্দেশে বক্তৃতা দেন।
সভার শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার কাজে নিয়োজিত সুপারভাইজার ও প্রহরীদের দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত হন।
এসময় সংশ্লিষ্ট কয়েকজন তাদের দায়িত্ব পালনে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও প্রাসঙ্গিক কিছু সমস্যার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে উপ-উপাচার্যবৃন্দ সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উপ-উপাচার্যবৃন্দ তাঁদের বক্তৃতায় বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা এবং সম্পদ ও স্থাপনা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নিরাপত্তা প্রহরীদের প্রতি আহ্বান জানান। মতবিনিময়ে অন্যদের মধ্যে সহকারী প্রক্টরবৃন্দ, স্টুয়ার্ড শাখার প্রধান, সুভারভাইজারবৃন্দও উপস্থিত ছিলেন।
The post রাবিতে নিরাপত্তা প্রহরীদের সাথে মতবিনিময় appeared first on সোনালী সংবাদ.