ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: মামুনুর রশিদ (৪০) কে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে সুদ ব্যবসা, চেক জালিয়াতিসহ বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ময়মনসিংহ নগরীর কাচারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়ায় মো: মামুনুর রশিদ ত্রিশাল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। বিগত সময়ে তিনি দুম্বার মাংস ও ভিজিএফ কার্ড চুরির দায়ে পৌরসভার প্যানেল মেয়র পদ থেকে বহিস্কার হন।

সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ একজন সুদ ব্যবসায়ি। তাঁর বিরুদ্ধে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হয়রানি, মারধরসহ চেক প্রতারণা মামলার অসংখ্য অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী সূত্র জানায়, পৌর এলাকার রুহুল আমিন মাষ্টারের ছেলে উজ্জল স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে চেক জামানত রেখে ৮০ হাজার টাকা ধার নেন। বিষয়টি জানতে পেরে মামুনুর রশিদ ৮৫ হাজার টাকায় এই চেক কিনে নিয়ে ৮০ লক্ষ টাকা উল্লেখ করে আদালতে একটি মামলা করেন। বর্তমানে ওই মামলায় উজ্জল নামের এক ব্যক্তি কারাগারে বন্দি রয়েছে, বলেও দাবি করেন মো: শাকিল আহমেদ। তিনি আরও জানান, কিছুদিন আগে সেনা অভিযানে ওই আওয়ামী লীগ নেতার বাড়ী থেকে বিভিন্ন জনের ৩২০টি চেক নানা ধরনের অপরাধ সামগ্রী জব্দ করেন।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: মহিদুল ইসলাম ঢাকাপোষ্টকে এই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রিশাল থানার একটি মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এবিষয়ে ত্রিশাল থানার পরিদর্শক (এস.আই) দেবলাল সরকার রনি জানান, মামুনুর রশিদ একটি বিশেষ ক্ষমতায় আইনের মামলার সদ্ধিগ্ধ আসামি।

The post ময়মনসিংহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.