রাকিবুল হাসান, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বিষপানে একজনের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। জানা গেছে-জেলার চিলাহাটি ভোগডাবুরী ইউনিয়নের অটো ভ্যান চালক বাবুল হোসেনের স্ত্রী নুর নেহার (৫৫) বুধবার বিকালে পারিবারিক কলহের জের ধরে ঈদুর মারার ওষুধ খায়।তার পবিারের লোকজন তাকে বোড়াগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার নেহার বেগম মারা যান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি জানায়- নেহার বেগম ও তার বৌমা প্রায় সময়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ বিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের (এসআই) মিন্টু মিয়া জানায়-মৃত ব্যক্তি বিষ পান করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশ বাড়িতে নিয়ে আসার পর ঘটনাস্থলে আমরা গিয়ে মৃত ব্যক্তির বাবার বাড়ির লোকজন এবং তার ছেলে মেয়েরা কোন অভিযোগ না করায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।