দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। গেল বছর ভারতের বিপক্ষে শেষবারের মতো লাল-সবুজের জার্সি গায়ে জড়ান এই অলরাউন্ডার। এরপর নানা বিতর্ক, চোট আর বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় মাঠ থেকে ছিটকে পড়েন তিনি। এমনকি একসময় দেশের মাটিতে অবসর নেওয়ার ইচ্ছা জানালেও, জনরোষের কারণে সে পরিকল্পনা থেকেও সরে দাঁড়ান।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন সাকিব। দলটি চ্যাম্পিয়ন হলেও, নিজের পারফরম্যান্সে তেমন ছন্দ খুঁজে পাননি তিনি। তবুও তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৬ মে) এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের জন্য জাতীয় দলের চ্যাপ্টার ক্লোজ কি না। জবাবে তিনি বলেন,‘অবশ্যই না (চ্যাপ্টার ক্লোজ হয়নি)। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার।’

তিনি আরও যোগ করেন,‘সাকিব একজন বিশ্বমানের খেলোয়াড়। যে কোনো দলের জন্য বড় সম্পদ। কয়েকটি ম্যাচ খেলার পর আমরা তার ফর্ম এবং ফিটনেস সম্পর্কে ভালোভাবে বুঝতে পারব। তারপরই বোঝা যাবে সে জাতীয় দলে ফিরছে কি না।’

পিএসএল দিয়ে সাড়ে ৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সাকিব। লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

The post ‘সাকিবের জন্য জাতীয় দলের চ্যাপ্টার ক্লোজ হয়নি’ appeared first on Bangladesher Khela.