রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম মৌসুমেই বড় কীর্তি গড়লেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্স করে ৩১ গোল দিয়ে ২০২৪/২৫ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন শু নিজের করে নিয়েছেন এই ফরাসি তারকা।
মৌসুমের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জোড়া গোল করলে লিগে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় ৩১। সেই সুবাদে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি লা লিগায়ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন তিনি। অবশ্য গোলসংখ্যায় এমবাপ্পের চেয়ে অনেক এগিয়ে ছিলেন স্পোর্তিং সিপির ভিক্টর গিয়াকোরেস। পর্তুগিজ লিগে তিনি করেছেন ৩৯ গোল। কিন্তু গোলের পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন শু নির্ধারণে যে বিষয়টি বড় ভূমিকা রাখে, সেটি হলো লিগের মান।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ—প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি আ এবং লিগ ওয়ানে প্রতিটি গোলের মান ধরা হয় ২ পয়েন্ট। অন্যদিকে, ৬ষ্ঠ থেকে ২২তম র‌্যাঙ্কের লিগে প্রতি গোলের মান ১.৫ পয়েন্ট।

ফলে গিয়াকোরেসের ৩৯ গোলের জন্য যোগ হয়েছে ৫৮.৫ পয়েন্ট। আর এমবাপ্পের ৩১ গোল থেকে এসেছে ৬২ পয়েন্ট। এ ব্যবধানই তাঁকে এনে দিয়েছে ইউরোপের শ্রেষ্ঠ গোলদাতার সম্মান। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হ্যাটট্রিক করতে পারলে এমবাপ্পের সঙ্গে শিরোপা ভাগ করে নিতে পারতেন তিনি। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হলে সালাহ থেমে যান ২৯ গোলেই।

এই অর্জনের মধ্য দিয়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে গোল্ডেন শু জিতলেন। তার আগে এই সম্মান পেয়েছেন হুগো সানচেজ (১৯৮৯-৯০) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (২০১০-১১, ২০১৩-১৪, ২০১৪-১৫)।

 

The post এমবাপ্পের হাতেই উঠলো ইউরোপের সোনার জুতা appeared first on Bangladesher Khela.