এক যুগের বেশি সময় ধরে এক সাথে এগিয়ে চলেছে লেনোভো ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। এর স্বীকৃতি হিসেবে, সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত লেনোভো ৩৬০ এভল্ভ ইভেন্টে গ্লোাবাল ব্র্যান্ড পিএলসি অর্জন করেছে বেস্ট ভ্যালুড বিজনেস পার্টনার ২০২৪-২৪, বাংলাদেশ সম্মাননা। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক, জসিম উদ্দিন খোন্দকার পুরস্কারটি গ্রহণ করেন।
এ সময় তিনি বলেন, এই স্বীকৃতি ব্যবসায়িক …