বিশেষ প্রতিনিধি:

বরিশালের ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ঘোষিত সদ্য কমিটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এই কমিটিতে স্বৈরাচারের দোসর ছাত্রলীগসহ অনেক অছাত্র স্থান পাওয়ায় পদবঞ্চিত একটি বৃহৎ অংশ সংক্ষুব্ধ হয়ে উঠেছে, যা নিয়ে নেতিবাচক লেখালেখিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদিন ধরে তোলপাড় চলছে। পাশাপাশি পদবঞ্চিত নেতাকর্মীদের ফেসবুকে তীর্যক মন্তব্যে তীব্র অসন্তোস এবং ক্ষোভ লক্ষ্য করা গেছে।
বঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, নবগঠিত কমিটির অনেকে আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে আবার কেউ জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের সঙ্গে সম্পৃক্ত আছেন। অনেকের আবার ছাত্রত্বও নেই। কিন্তু তারপরেও তাদের ছাত্রদলের কমিটিতে পদ দেওয়া হয়েছে, যা তামাশার সামিল।
এর আগে গত শুক্রবার রাতে বরিশাল সদর ব্যতিত ৯টি উপজেলার ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করে বরিশাল জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান এই কমিটি অনুমোদন করেন। মূলত এ কমিটির অনুলিপি ফেসবুকে ছড়িয়ে পড়লেই ফেসবুককে ঘিরে তোলপাড় শুরু হয়।
অভিযোগ আছে, বাবুগঞ্জ সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মল্লিক সাকিব, তিনি উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্রসমাজের যুগ্ম সম্পাদক ছিলেন। এমনকি স্থানীয় আওয়ামী লীগের সাথে তার ব্যাপক সখ্যতাও ছিল, যা নিয়ে ফেসবুকে দুদিন ধরে নেতিবাচক লেখালেখি হচ্ছে। এই অভিযোগ করেছেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ। তিনি রূপালী বাংলাদেশকে জানান, কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় নেতারা বাবুগঞ্জে কর্মিসভা করেছেন। সেখানে সাকিবের সাথে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের জড়িত থাকার তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়। কিন্তু এরপরেও সেই বিতর্কিত ব্যক্তিকেই সভাপতি করা হয়েছে। ফলে ত্যাগিরা উপেক্ষিত রয়েছেন এবং তাদের যথার্থ মূল্যায়ন করা হয়নি।
আত্মপক্ষ সমর্থনে সভাপতি সাকিব বলছেন, কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করেই তাকে পদ দিয়েছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ মিথ্যা এবং ভিত্তিহীন। ছাত্রদল নেতার দাবি, কোরামভিত্তিক জটিলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ ডিগ্রি কলেজের নতুন কমিটির সহ-সভাপতি আল-আমিনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পদে থাকার অভিযোগ পাওয়া গেছে। একই কমিটির সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ওই কলেজের ছাত্র নন বলে জানা গেছে, যা নিয়ে ফেসবুকে সমালোচনা করছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
চরকালেখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন রূপালী বাংলাদেশের কাছে অভিযোগ করেন, কমিটিতে ত্যাগিদের রাখা হয়নি। এবং সম্পাদক মারুফ বিল্লাহ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন, এমনকি তার ছাত্রত্বও নেই।
তবে আল-আমিন বলছেন, ‘তিনি ছাত্রদল করে অনেক নিপিড়নের শিকার হয়েছেন এবং আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার আসামিও হয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সমূলে মিথ্যে বলে দাবি করেন আল আমিন।
চরকালেখান আদর্শ ডিগ্রি কলেজে নেতৃত্ব নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে জানিয়ে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী রূপালী বাংলাদেশকে বলেন, কমিটির এই দুজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।
জানা গেছে, গৌরনদী উপজেলার কাশেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ছাত্রদলের কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, গৌরনদীর আওয়ামী লীগের নেতা হারিছুর রহমান হারিছের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। কমিটিতে তিনি স্থান পাওয়া নিয়ে সমালোচনা চলছে। এছাড়া জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ, উজিরপুর এবং বানারীপাড়ার বিভিন্ন কলেজের নতুন কমিটি নিয়েও একই ধরনের বিতর্ক চলমান রয়েছে।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, বরিশালে কমিটি ঘোষিত ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১৮, মেহেন্দিগঞ্জের ৯, হিজলার ৪, বানারীপাড়ার ৫, উজিরপুরের ৭, বাবুগঞ্জের ৪, মুলাদীর ৯, গৌরনদীর ৫ ও আগৈলঝাড়ার ৪টি প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতেই স্বৈরাচারের দোসর এবং বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার ক্ষেত্রে স্ব-স্ব উপজেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকার কথা থাকলেও সেখানে জেলার নেতাদের নাম দেখা যাচ্ছে। ফলে এখানে গঠনতন্ত্র উপেক্ষিত রয়েছে, এই বিষয়টি অনেকেই সহজভাবে মেনে নিতে পারছেন না। তবে কমিটিতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নেতাদের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন সভাপতি তারেক আল ইমরান এবং সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান।
নেতাদ্বয় রূপালী বাংলাদেশকে জানান, পক্ষকালের বেশি সময় ধরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল এবং মো. আরিফুল ইসলাম বরিশালে অবস্থান করেন এবং তারাই সকলের কাছ থেকে সিভি সংগ্রহ করেছেন। এমনকি বরিশাল বিএনপির কার্যালয়ে প্রার্থীদের ডেকে সাক্ষাৎকারও নেওয়া হয়। পরবর্তীতে উপজেলার নেতাদের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় ছাত্রনেতারা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতৃত্ব চূড়ান্ত করেছেন। বলা যায়, সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে স্বচ্ছতার সাথে, যেখানে অনিয়মের কোনো সুযোগ নেই।
কমিটি যদি স্বচ্ছতার সাথে দেওয়া হয় তাহলে এত বিতর্ক কেনো, এমন প্রশ্নে উত্তরে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আরিফুর রহমান জানান, এক সঙ্গে এতগুলো কমিটি ঘোষণার অতীত উদাহরণ নেই বললেই চলে। ৭০০ কর্মীকে এক সাথে ছাত্রদলের পরিচয় দেওয়া হয়েছে, অনেকে বাদ পড়েছেন। তারাই সম্ভবত ক্ষুব্ধ হয়ে ফেসবুকে নেতিবাচক পোস্ট করে চলছেন। কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে কোনো রূপ স্বজনপ্রীতি বা অনিয়ম করা হয়নি।’
ছাত্রদলের কমিটি নিয়ে তুমুল বিতর্ক
স্থান পেয়েছেন ছাত্রলীগ-ছাত্রসমাজের নেতাকর্মীরাসহ বিতর্কিতরাও
বরিশালের ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ঘোষিত সদ্য কমিটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এই কমিটিতে স্বৈরাচারের দোসর ছাত্রলীগসহ অনেক অছাত্র স্থান পাওয়ায় পদবঞ্চিত একটি বৃহৎ অংশ সংক্ষুব্ধ হয়ে উঠেছে, যা নিয়ে নেতিবাচক লেখালেখিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদিন ধরে তোলপাড় চলছে। পাশাপাশি পদবঞ্চিত নেতাকর্মীদের ফেসবুকে তীর্যক মন্তব্যে তীব্র অসন্তোস এবং ক্ষোভ লক্ষ্য করা গেছে।
বঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, নবগঠিত কমিটির অনেকে আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে আবার কেউ জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের সঙ্গে সম্পৃক্ত আছেন। অনেকের আবার ছাত্রত্বও নেই। কিন্তু তারপরেও তাদের ছাত্রদলের কমিটিতে পদ দেওয়া হয়েছে, যা তামাশার সামিল।
এর আগে গত শুক্রবার রাতে বরিশাল সদর ব্যতিত ৯টি উপজেলার ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করে বরিশাল জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান এই কমিটি অনুমোদন করেন। মূলত এ কমিটির অনুলিপি ফেসবুকে ছড়িয়ে পড়লেই ফেসবুককে ঘিরে তোলপাড় শুরু হয়।
অভিযোগ আছে, বাবুগঞ্জ সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মল্লিক সাকিব, তিনি উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্রসমাজের যুগ্ম সম্পাদক ছিলেন। এমনকি স্থানীয় আওয়ামী লীগের সাথে তার ব্যাপক সখ্যতাও ছিল, যা নিয়ে ফেসবুকে দুদিন ধরে নেতিবাচক লেখালেখি হচ্ছে। এই অভিযোগ করেছেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ। তিনি রূপালী বাংলাদেশকে জানান, কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় নেতারা বাবুগঞ্জে কর্মিসভা করেছেন। সেখানে সাকিবের সাথে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের জড়িত থাকার তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়। কিন্তু এরপরেও সেই বিতর্কিত ব্যক্তিকেই সভাপতি করা হয়েছে। ফলে ত্যাগিরা উপেক্ষিত রয়েছেন এবং তাদের যথার্থ মূল্যায়ন করা হয়নি।
আত্মপক্ষ সমর্থনে সভাপতি সাকিব বলছেন, কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করেই তাকে পদ দিয়েছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ মিথ্যা এবং ভিত্তিহীন। ছাত্রদল নেতার দাবি, কোরামভিত্তিক জটিলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ ডিগ্রি কলেজের নতুন কমিটির সহ-সভাপতি আল-আমিনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পদে থাকার অভিযোগ পাওয়া গেছে। একই কমিটির সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ওই কলেজের ছাত্র নন বলে জানা গেছে, যা নিয়ে ফেসবুকে সমালোচনা করছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
চরকালেখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন রূপালী বাংলাদেশের কাছে অভিযোগ করেন, কমিটিতে ত্যাগিদের রাখা হয়নি। এবং সম্পাদক মারুফ বিল্লাহ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন, এমনকি তার ছাত্রত্বও নেই।
তবে আল-আমিন বলছেন, ‘তিনি ছাত্রদল করে অনেক নিপিড়নের শিকার হয়েছেন এবং আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার আসামিও হয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সমূলে মিথ্যে বলে দাবি করেন আল আমিন।
চরকালেখান আদর্শ ডিগ্রি কলেজে নেতৃত্ব নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে জানিয়ে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী রূপালী বাংলাদেশকে বলেন, কমিটির এই দুজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।
জানা গেছে, গৌরনদী উপজেলার কাশেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ছাত্রদলের কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, গৌরনদীর আওয়ামী লীগের নেতা হারিছুর রহমান হারিছের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। কমিটিতে তিনি স্থান পাওয়া নিয়ে সমালোচনা চলছে। এছাড়া জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ, উজিরপুর এবং বানারীপাড়ার বিভিন্ন কলেজের নতুন কমিটি নিয়েও একই ধরনের বিতর্ক চলমান রয়েছে।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, বরিশালে কমিটি ঘোষিত ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১৮, মেহেন্দিগঞ্জের ৯, হিজলার ৪, বানারীপাড়ার ৫, উজিরপুরের ৭, বাবুগঞ্জের ৪, মুলাদীর ৯, গৌরনদীর ৫ ও আগৈলঝাড়ার ৪টি প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতেই স্বৈরাচারের দোসর এবং বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার ক্ষেত্রে স্ব-স্ব উপজেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকার কথা থাকলেও সেখানে জেলার নেতাদের নাম দেখা যাচ্ছে। ফলে এখানে গঠনতন্ত্র উপেক্ষিত রয়েছে, এই বিষয়টি অনেকেই সহজভাবে মেনে নিতে পারছেন না। তবে কমিটিতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নেতাদের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন সভাপতি তারেক আল ইমরান এবং সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান।
নেতাদ্বয় রূপালী বাংলাদেশকে জানান, পক্ষকালের বেশি সময় ধরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল এবং মো. আরিফুল ইসলাম বরিশালে অবস্থান করেন এবং তারাই সকলের কাছ থেকে সিভি সংগ্রহ করেছেন। এমনকি বরিশাল বিএনপির কার্যালয়ে প্রার্থীদের ডেকে সাক্ষাৎকারও নেওয়া হয়। পরবর্তীতে উপজেলার নেতাদের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় ছাত্রনেতারা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতৃত্ব চূড়ান্ত করেছেন। বলা যায়, সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে স্বচ্ছতার সাথে, যেখানে অনিয়মের কোনো সুযোগ নেই।
কমিটি যদি স্বচ্ছতার সাথে দেওয়া হয় তাহলে এত বিতর্ক কেনো, এমন প্রশ্নে উত্তরে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আরিফুর রহমান জানান, এক সঙ্গে এতগুলো কমিটি ঘোষণার অতীত উদাহরণ নেই বললেই চলে। ৭০০ কর্মীকে এক সাথে ছাত্রদলের পরিচয় দেওয়া হয়েছে, অনেকে বাদ পড়েছেন। তারাই সম্ভবত ক্ষুব্ধ হয়ে ফেসবুকে নেতিবাচক পোস্ট করে চলছেন। কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে কোনো রূপ স্বজনপ্রীতি বা অনিয়ম করা হয়নি।’
The post ছাত্রদলের কমিটি নিয়ে তুমুল বিতর্ক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.