রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় বরিশালের বানারীপাড়া উপজেলায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে পুষ্টি, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নের একটি সমন্বিত পথ তৈরি হয়েছে। এতে কৃষক, উদ্যোক্তা ও স্থানীয় জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন।’ তিনি ‘পার্টনার’ প্রকল্পের বিভিন্ন দিক ও এর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা বলেন, “সুস্থতা ও উৎপাদনশীলতা-এই দুটি বিষয় একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যমে যেমন স্বাস্থ্য উন্নয়ন সম্ভব, তেমনি কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত করা সম্ভব।”
উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ প্রকল্প সংশ্লিষ্ট মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, কৃষকদের অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন। তিনি কৃষির নৈতিকতা ও পরিবেশবান্ধব চর্চার গুরুত্বের ওপর আলোকপাত করেন। এছাড়া বরিশাল জেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুস সবুর খান কৃষকদের অধিকার, প্রণোদনা ও ন্যায্যমূল্য পাওয়ার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন।
কংগ্রেসে বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়নের কৃষি উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে, কৃষি শুধুমাত্র খাদ্য উৎপাদনের মাধ্যম নয়-এটি এখন স্বাস্থ্য, ব্যবসা এবং জলবায়ু সহনশীল উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। ‘পার্টনার’ প্রকল্প সেই দিকেই এগিয়ে যাচ্ছে, যেখানে কৃষক হবে উদ্যোক্তা, উৎপাদন হবে বৈচিত্র্যময় এবং গ্রাম হবে আত্মনির্ভর।
The post বানারীপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.