রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর অস্ত্রের মুখে জিম্মি করে খুলনার কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদল ও গণপূর্ত মন্ত্রণালয়ের এসডি প্রকৌশলী মাসুম বিল্লাহর গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ১৩ ভরি সোনার গহনা ও ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মালপত্র লুটে নেয়।
ডাকাতের পিটুনীতে ঘরে থাকা খুলনার কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদল ও তার ভাই মামুন ডাকুয়া আহত হন। আহতরা ওই এলাকার ইউনুস আলী ডাকুয়ার ছেলে।
আহত মামুন ডাকুয়া ও তার মামা ফরিদ তালুকদার জানান, গভীর রাত আড়াইটার দিকে দ্বিতল় ভবনের সামনের ড্রইং রুমে জানালার গ্রিল কেটে শর্টগান ও দেশিও অস্ত্র নিয়ে ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত দল ভবনের ভেতরে প্রবেশ করে।
অস্ত্রের মুখে ভবনে থাকা ৭ জনের সবাইকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে সবাইকে এক রুমের মধ্যে আটকে রেখে মারধর করে।
ভবনে ঘণ্টাব্যাপী লুটপাট চালিয়ে সবকিছু তছনছ করে ১৩ ভরি সোনার গহনা ও ৭ লাখ ৫৭ হাজার টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ মালপত্র লুটে নেয়।
রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post রাজাপুরে কাস্টমস কর্মকর্তা ও প্রকৌশলীর বাড়িতে ডাকাতি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.