দৈনিক খুলনা গেজেট পত্রিকার অনুমোদন পাওয়ায় আল্লাহর শুকরিয়া আদায়ের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) রাতে জনপ্রিয় নিউজ পোর্টাল খুলনা গেজেটের বার্তা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা গেজেট’র সম্পাদক ও প্রকাশক মো. মাহমুদ আহসান। এসময় উপস্থিত ছিলেন মি‌ডিয়া ব্যক্তিত্ব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, নিউজ পোর্টাল খুলনা গেজেটের বার্তা সম্পাদক আবুল হাসান হিমালয়, বিশেষ প্রতিনিধি ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, স্টাফ রিপোর্টার শেখ হেদায়েতুল্লাহ, নিপা মোনা‌লিসা, জাহিদুল ইসলাম সাগর, আয়শা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু, বিএম শহিদুল ইসলাম, ভিডিও জার্নালিস্ট মোহা: এমএ সাদী প্রমুখ।

খুলনা গেজেট’র সম্পাদক ও প্রকাশক মো. মাহমুদ আহসান বলেন, পাঠকের চাহিদার প্রেক্ষিতেই দৈনিক খুলনা গেজেটের আত্মপ্রকাশ। মানুষ যাতে খুলনা গেজেটের সংবাদ কর্মীদের কাছে নিজেদের সুখ-দু:খ প্রকাশ করতে পারে। নির্বিঘ্নে সংবাদ প্রকাশ করে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো খুলনা গেজেটের সংবাদ কর্মীদের দায়িত্ব। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। সাধারণ মানুষের আস্থার জায়গা হবে এই পত্রিকাটি। সত্য ঘটনা প্রকাশে খুলনা গেজেট অনলাইন নিউজ পোর্টাল কখনো পিছুপা হয়নি, দৈনিক খুলনা গেজেট পত্রিকাও পিছুপা হবে না। মৌলিক তথ্য উপস্থাপন করার জন্যই খুলনা গেজেট। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি এগিয়ে যাবে। খুলনা গেজেট মানুষের সেবা প্রদানের জন্য, খুলনা গেজেট মানুষের ভালোবাসা অর্জনের জন্য।

তিনি আরও বলেন, পাঠকের চাহিদার প্রেক্ষিতে করোনার ভয়াবহতার মধ্যে ২০২০ সালের ১৩ জুলাই অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’ আত্মপ্রকাশ করে। শুরু থেকেই খুলনা গেজেট পেশাদা‌রিত্বের ভি‌ত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ফলে ধীরে ধীরে পোর্টালটি পাঠকের আস্থার প্রতীক হয়েছে।

গেল ৫ বছরে পাঠকের অফুরন্ত সমর্থন ও ভালোবাসায় আজ খুলনা গেজেট দেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টালে পরিণত হয়েছে। শুধু খুলনা নয়, দেশ ছাড়িয়ে পৃথিবীর নানা দেশে খুলনা গেজেটের অগণিত পাঠক ও শুভানুধ্যায়ী রয়েছে। পাঠকের চাহিদা পূরণেই অনলাইন নিউজ পোর্টালের পাশাপা‌শি ‘দৈনিক খুলনা গেজেট’ পত্রিকা হি‌সে‌বে বাজারে আসছে। আগের মতোই পাঠকের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যাবে ‘দৈনিক খুলনা গেজেট’, আশাবাদ ব্যক্ত করেন তি‌নি।

খুলনা গেজেট/এমএম

The post নির্বিঘ্নে সংবাদ প্রকাশ করে নিপীড়িত মানুষের পাশে থাক‌বে খুলনা গে‌জেট appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.