বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম কলেজে আজ ৪ জুন বুধবার এক অনন্য ও তাৎপর্যপূর্ণ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি কলেজ চত্বরে পরিবেশ-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উদাহরণমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সবুজ পরিবেশে প্রাণবন্ত এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির প্রয়াস নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল হাশেম চৌধুরী এবং যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ এরশাদ উল্লাহ।

ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সুরাইয়া হোসেন এবং সহকারী অধ্যাপক মিজানারা এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি এবং এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই এই সংকট উত্তরণ সম্ভব।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যা আগামী দিনে কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলবে।

চট্টগ্রাম কলেজের এই সময়োপযোগী উদ্যোগ শুধুমাত্র বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবেশ সচেতন একটি প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

The post চট্টগ্রাম কলেজে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি appeared first on Ctg Times.