‘ঈদে বাড়ি ফেরা নিয়ে আমি সব সময়ই খুব আবেগপ্রবণ। আমার ধারণা, শহরের ঈদ ফ্যাকাশে, রংহীন। শহরের বাতাসে ঈদের আমেজ নেই। মফস্বল শহর অথবা গ্রামে ঈদের আমেজ আলাদা। তাই বাড়ি ফেরাটাই যেন উৎসব। আমার কাছে ঈদ মানেই বাড়ি ফেরা, পরিবার-পরিজনের টানে ফেরা। সারা বছর পরিবার থেকে আলাদা থাকার পর ঈদেই তো কাছের মানুষদের কাছে যাওয়া হয়, আনন্দে কাটানো হয় কয়েকটা দিন। এই ফেরা যেন শুধু বাড়ি ফেরা নয়, নিজেকেই ফিরে… বিস্তারিত