ঈদে নতুন জামা-কাপড় পরার কথা ছিল ইফতিয়ার হাসান নিহান, নফিউল ইসলাম ও সানজিদা হোম ইভার। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা সবুজ মিয়া ও দাদা আব্দুস ছোবানকে হারিয়ে ঈদের আনন্দ তাদের কাছে এখন শুধুই শূন্যতা।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাইকুড়া গ্রামের এই পরিবারটি ছিল সবুজ ও তার বাবার আয়ে নির্ভরশীল। ২৮ মে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি তারা—ফিরেছেন লাশ হয়ে।
এই শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’। শিশুদের জন্য ঈদের নতুন জামা-কাপড়, পরিবারের জন্য খাদ্যসামগ্রী এবং নগদ ১০ হাজার টাকা তুলে দিয়েছে সংগঠনটি।
জনতার ঈশ্বরগঞ্জের অ্যাডমিন মো. আরিফুল হক বলেন, “আমিও ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তাই ওদের কষ্টটা বুঝি। এই ছোট্ট প্রয়াসে যদি ওদের মুখে একটু হাসি ফোটে, সেটাই আমাদের সার্থকতা।”
সংগঠনের পক্ষ থেকে নিহান ও নফিউলের জন্য শার্ট-প্যান্ট, ইভার জন্য জামা এবং চাল, ডাল, মাংস, সেমাই, তেল, মসলা ইত্যাদি ঈদ সামগ্রী প্রদান করা হয়।
বাবা হারানো শিশুদের মা আখলিমা আক্তার বলেন, “ঈদে জামা-কাপড় কিনে দেওয়ার কথা ছিল ওদের বাবার। আল্লাহ যাদের মাধ্যমে এটা সম্ভব করেছেন, তাদের যেন ভালো রাখেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “এই মানবিক সহায়তার জন্য জনতার ঈশ্বরগঞ্জকে ধন্যবাদ। প্রশাসনের পক্ষ থেকেও আমরা পাশে আছি।
The post দুর্ঘটনায় বাবা-দাদা হারনো শিশুদের মুখে হাসি ফিরাল ‘জনতার ঈশ্বরগঞ্জ’ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.