পিঠের চোটের কারণে গেল মাসে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি সৌম্য সরকার। পরে সেই চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে যান টাইগার এই ওপেনার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার।
তখন ধারণা করা হচ্ছিল, তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হয়ত তাকে দেখা যেতে পারে। তবে শেষ টি-টোয়েন্টি ম্যাচের দিন জানা গিয়েছিল তার ইনজুরির খবর। মূলত আগে থেকেই পিঠের চোটে ভুগছিলেন সৌম্য। যা থেকে তিনি খুব ধীরগতিতে সেরে উঠছেন বলেও জানা গেছে পরে।
আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে হয়ত দেখা যাবে সৌম্যকে। কেননা, বর্তমানে ভালো রয়েছেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘সৌম্য আগের থেকে অনেক ভালো। আশা করছি সৌম্যের কোনো সমস্যা হবে না। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলে খেলতে পারবে, যদিও দল ঘোষণা হয়নি। যখন আমাদের কাছে জানতে চাইবে তখন আমরা নির্বাচকদের জানাব। এমনি সবকিছু ভালো আছে, ভালোই চলছে। আশা করছি সব ঠিকঠাক হবে।’
এর আগে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান সৌম্যের ইনজুরি নিয়ে বলছিলেন, পরীক্ষার পর দেখা গেছে তার এই চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন হবে। এর মানে পাকিস্তানে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না।
খুলনা গেজেট/এএজে
The post সৌম্যের ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.