অভুক্ত পিপাসার্ত মানুষের আর্তনাদ দেখি
কেউ মারে, কেউ মরে পৃথিবীর মানচিত্রে।
ধর্ম, বর্ণ, উঁচু–নিচু জাতপাতের বৈষম্য ঢের
শিরায় অভিন্ন রক্তের নেই কোনো পরিচয়,
তোমার–আমার ব্যবধান আকাশপাতাল!
তবু জেনে রেখো, ক্ষুধার নেই কোনো রং।

সকল সংবাদের সমাহর
অভুক্ত পিপাসার্ত মানুষের আর্তনাদ দেখি
কেউ মারে, কেউ মরে পৃথিবীর মানচিত্রে।
ধর্ম, বর্ণ, উঁচু–নিচু জাতপাতের বৈষম্য ঢের
শিরায় অভিন্ন রক্তের নেই কোনো পরিচয়,
তোমার–আমার ব্যবধান আকাশপাতাল!
তবু জেনে রেখো, ক্ষুধার নেই কোনো রং।