দুঃস্বপ্নের মতো শুরু, এটা বোধ হয় না বললেও চলছে। ক্রিকেট রিপোর্টে এই ‘দুঃস্বপ্নের মতো শুরু’ কথাটা নিশ্চয় আপনি অনেকবারই পড়েছেন। তবে ‘দুঃস্বপ্নের মতো শুরু’ বলতে আসলে কী বোঝায়, তা জানতে আপনাকে ১৯৫২ সালের ইংল্যান্ড সফরে যাওয়া ভারতীয় দলের কারও সঙ্গে কথা বলতে হবে।