সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘আরো দুটি মৃত্যু’ প্রথমে ‘অগত্যা’ এবং পরে ‘দিলরুবা’ পত্রিকায় প্রকাশিত হয়। গল্পটি নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদগামী একটি রাত্রিকালীন ট্রেনের যাত্রাপথের বর্ণনা দিয়ে শুরু হয়; যা দাঙ্গার কারণে স্থানচ্যুত মানুষের অনিশ্চিত যাত্রা এবং ভীতিকর পরিস্থিতিকে তুলে ধরে। হাসান হাফিজুর রহমান তাঁর লেখায় সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়েছেন। ‘আরো দুটি মৃত্যু’ গল্পটিও তাঁর সমাজসচেতনতারই এক শৈল্পিক প্রতিফলন। এটি দাঙ্গার মাধ্যমে সৃষ্ট বিভেদের চিত্র তুলে ধরে এবং সহনশীলতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।