অনলাইন ডেস্ক: এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় চলে এসেছে সিঙ্গাপুর দল। ১০ জুন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। রাত ১১টা ৩০ মিনিটে দলটি ঢাকায় পা রাখে। বিষয়টি জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

৪২ জনের বহর নিয়ে ঢাকা পা রেখেছে সিঙ্গাপুর। আন্তর্জাতিক টুর্নামেন্টে ফুটবলের চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। এছাড়া টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে আরও ১৯ জন আছেন দলটির সঙ্গে। অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সুযোগ-সুবিধা পরখ করতে দলটির ম্যানেজার আগেই ঢাকায় এসেছেন।

এদিকে ৪২ জনের বহর হলেও আবাসান ও অন্যান্য ব্যয় করতে হচ্ছে না বাফুফের। স্বাগতিক হিসেবে শুধু বাস দিয়ে লজিস্টিক সাপোর্ট দেবে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

এর আগে, এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের শিলংয়ে পাঁচদিন আগে পৌঁছে মাঠ নিয়ে বিড়ম্বনায় পড়েছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের মতো ভুল করেনি সিঙ্গাপুর।

আন্তর্জাতিক নিয়মানুযায়ী, ৪৮ ঘণ্টার কিছু সময় আগে ঢাকায় আসছে তারা। সোনারগাঁও হোটেলে থাকবে সফরকারীরা। দেশ ছাড়ার আগে মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে তারা। ৩-১ গোলের জয়ের সুবাস নিয়ে ঢাকায় রওনা হয়েছে।

রোববার (৮ জুন) বিকালে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে সিঙ্গাপুরের অনুশীলন ব্যবস্থা করছে বাফুফে। বিকাল ৪টা থেকে অনুশীলন শুরু করবে দলটি, এরপর তা চলবে ৬টা ৩০ মিনিট পর্যন্ত।

  নিয়মানুযায়ী ম্যাচের আগের দিন ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সফরকারীরা। সেদিন ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত অনুশীলন করবে তারা।

The post হামজাদের চ্যালেঞ্জ জানাতে ঢাকায় হাজির সিঙ্গাপুর দল appeared first on সোনালী সংবাদ.