চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পতেঙ্গা সৈকতের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে অবৈধ দখলদারদের সঙ্গে কোনো আপস করা হবে না।

শনিবার (৭ জুন) দুপুরে পতেঙ্গা সৈকত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি অবৈধ দোকান ও স্থাপনার মালিকদের দ্রুত সরে যেতে নির্দেশ দেন এবং চট্টগ্রাম জেলা প্রশাসনকে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার অনুরোধ জানান।
তিনি বলেন, অবৈধ দখলদারিত্বের কোনো স্থান এখানে নেই।

যেকোনো মূল্যে সৈকতের পরিবেশ ফিরিয়ে আনা হবে। পতেঙ্গা সৈকত আমাদের শহরের গর্ব। এর সৌন্দর্য রক্ষা করা এবং পর্যটকদের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। নিজেদের স্থাপনাগুলো দ্রুত সরিয়ে নিতে হবে, অন্যথায় সিটি করপোরেশন কঠোর হাতে সেগুলো উচ্ছেদ করবে।
তিনি আরও বলেন, আমি জেলা প্রশাসককে এই উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য অনুরোধ করেছি। আশা করছি, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় পতেঙ্গা সৈকত তার হারানো রূপ ফিরে পাবে।

The post পতেঙ্গা সৈকতে অবৈধ দখলদারদের সঙ্গে কোনো আপস হবে না: মেয়র শাহাদাত appeared first on Ctg Times.