ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে রাজধানীর মেট্রোরেল। তবে যাত্রীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এদিন প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে হেডওয়ে অনুযায়ী। তবে আগামীকাল সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।
এদিকে, কোরবানির ঈদ উপলক্ষে যাত্রীদের সঙ্গে কাঁচা বা রান্না করা মাংস এবং কোরবানির পশুর চামড়া বহন নিষিদ্ধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গত ৩ জুন
প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনের প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে। কারও কাছে কাঁচা বা রান্না মাংস পাওয়া গেলে তাকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না।
এ ছাড়া মেট্রোরেলের প্রতিটি স্টেশনে নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। যাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকতে এবং সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
The post আজ থেকে মেট্রোরেল চালু, মানতে হবে নতুন নির্দেশনা appeared first on Ctg Times.