প্রথম পর্ব দেখে থিতিয়ে গেলাম। নাহ্‌, যে বিরাট আশা নিয়ে জেনশু শুরু করেছিলাম, নির্মাতারা সে পথে একেবারেই হাঁটেননি। তাঁরা বরং এমন পথে হেঁটেছেন, যাতে আগ্রহ আনা কিঞ্চিৎ কঠিন।