বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লিওনেল মেসিকে সঙ্গে নিয়ে সফর করতে যাচ্ছে ভারতে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল মেসিদের দেখা যাবে ভারতীয় মাটিতে। অবশেষে সেই গুঞ্জনকে সত্যে রূপ দিলেন কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। ইন্ডিয়ান এক্সপ্রেস
গত শুক্রবার (৬ জুন) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এবং পরদিন সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন কেরালার ক্রীড়ামন্ত্রী। তিনি জানান, চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসের মধ্যেই কেরালার রাজধানী তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, যেখানে খেলবেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের তারকারা।
মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে স্পন্সরদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় অর্থের জোগানও নিশ্চিত হয়েছে। এর ফলে ম্যাচ আয়োজনে আর কোনো বাধা নেই।
তিনি বলেন, স্পন্সর এখন টাকাটা দিয়েছে। আর কোনও বাধা নেই। ফিফা উইন্ডো অনুসারে, অক্টোবর-নভেম্বর এই ধরনের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আদর্শ সময়। এই সময়সীমায় ম্যাচ আয়োজন আমাদের জন্যও সম্ভব।
তবে স্পষ্ট করে জানানো হয়, আর্থিক লেনদেনের বিষয়টি সরকারের সঙ্গে জড়িত নয়। এটি পুরোপুরি স্পন্সর ও আর্জেন্টিনা দলের ম্যানেজমেন্টের মধ্যে চুক্তিভিত্তিক।
উল্লেখ্য, ছয় মাস আগেও একবার আর্জেন্টিনার ভারত সফরের ঘোষণা এসেছিল, তবে স্পন্সর চুক্তি ঘিরে জটিলতা তৈরি হওয়ায় সেটি বাস্তবায়ন হয়নি। এবার কেরালা সরকারের দাবি, সব সমস্যার সমাধান হয়েছে এবং এবার মেসিদের আগমন নিশ্চিত।
তবে এখনও পর্যন্ত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা দেয়নি। চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে দ্রুতই এক যৌথ বিবৃতি আসবে বলে আশা করা হচ্ছে।
এখন শুধু অপেক্ষা বিশ্ব ফুটবলের জাদুকর মেসিকে ভারতের মাটিতে খেলা দেখার ঐতিহাসিক মুহূর্তের।
The post গুঞ্জন সত্যি করে ভারতে আসছেন মেসিরা appeared first on Bangladesher Khela.