সিঁদুরে লালের আভায় চোখ জ্বালা করে,
খুব কষ্টে নয়ন সরোবরে কেবলই ঢেউ ওঠে!
এখন পছন্দের ফুলের নাম শিউলি।
যথার্থ কারণেই রংহীন সফেদ ফুলটা
ভীষণ রকমের প্রিয় হয়ে উঠেছে।
আমার বদলে যাওয়া জীবনের গতি
কিংবা সময়ের সঙ্গে শিউলি যেন একাত্ম!
তাই আমার মনের গোপন ব্যথার মতোই
রাতের আঁধারে ফুটে ভোর হলে ঝরে যায়
