খুলনার কয়রা উপজেলার নমিতা (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বামিয়া গ্রামের বাসিন্দা।
রবিবার (৮ মে) বেলা আনুমানিক সাড়ে ৩ টার দিকে উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারী বাড়ি বাজারের পাশে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুকুরে সাঁতার জানতো না পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হতে পারে। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের বাড়িতে না থেকে কাচারি বাড়ি বাজারে গঙ্গারামের দোকানে থাকতো এবং ভিক্ষাবৃত্তি করে চলতো। বিকেলে পুকুরে মহিলার লাশটি ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশটা উদ্ধার করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এনএম
The post কয়রায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.