আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে আঘাত করে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ অনিক ইসলাম (২৬), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল টার্মিনাল রোড এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম গতকাল ৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬ টায় বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় মোট তিনজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকোরোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৫ সকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় ব্যবসায়ী বিপুল ঘোষের ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক ১৩ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় দুইজন মোটরসাইকেল আরোহী তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ধস্তাধস্তির একপর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা রাস্তায় পড়ে গেলেও ছিনতাইকারীরা ১০ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা রুজু হয়।
The post সাড়ে দশ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার appeared first on সোনালী সংবাদ.