এই কণ্ঠ চেনা। ফোন কেটে দিয়েই আয়শা ছুটে যায় নিজের ঘরে। দরজা বন্ধ করে আলমারির নিচ থেকে বের করে পুরোনো কাঠের বাক্স। ছয় বছর আগের বাক্স।
তালা খুলতেই বেরিয়ে আসে পুরোনো চিঠি, একটি রিস্টওয়াচ আর একটি ডায়েরি। রিয়াদের সবকিছু। রিয়াদ আয়শার প্রথম ভালোবাসা। ছয় বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেস হয়, খোঁজ চলে, কিন্তু সে মেলে না।