দুই চীনা বিজ্ঞানীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে বিষাক্ত ছত্রাক পাচারের অভিযোগ ওঠার পর চীন-বিষয়ক একজন শীর্ষস্থানীয় মার্কিন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সতর্ক না হয়, তাহলে করোনাভাইরাসের চেয়েও ‘ভয়াবহ কিছু’ ঘটতে পারে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৩৩ বছর বয়সি ইউনকিং জিয়ান এবং তার প্রেমিক জুনিয়ং লিউ (৩৪), ‘মাথার ক্ষয়’ সৃষ্টিকারী ‘ফুসারিয়াম গ্রামিনিয়ারাম’ নামক একটি ছত্রাক… বিস্তারিত