যশোরের ঝিকরগাছার চাঁদপুর গ্রামে ঈদের দিন নিখোঁজ স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম সোহানা আক্তার (১১)। সে উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
রোববার সকাল ৯টার দিকে গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঈদের দিন দুপুরে পরিবারের সদস্যরা কোরবানির জন্য আত্মীয়ের বাড়িতে গেলে সোহানা ও তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া বোন তন্বী বাড়িতে ছিলো। বোন ঘুমিয়ে পড়ার পর উঠানে দোলনায় খেলছিল সোহানা। এরপর বিকেলে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, প্রাথমিক তদন্তে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এমএম
The post ঈদের দিন নিখোঁজ শিশুর মৃতদেহ মিললো পুকুরে appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.