ভারতে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। বাংলাদেশেও গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমণ রোধে বার্তায় বেশকিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বুধবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কতামূলক বার্তায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা সমূহ-

* বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড) ।

* নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।

* আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে।

* অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না

* হাঁচি-কাশির সময় বাহু / টিস্যু / কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

পয়েন্টস অব এন্ট্রি সমূহে করণীয়-

* দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমান বন্দর সমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন।

* দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্ক্যানার/ ডিজিটাল হেল্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন।

* চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লোভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুদ (PPE)।

* ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করুন।

* জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়-

* অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

* রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।

* প্রয়োজন হলে আইইডিসিআর এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)।

খুলনা গেজেট/এএজে

The post করোনা সংক্রমণ রোধে যে নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.