পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: 

‘সাগরে প্লাস্টিক ফেলবো না, সমুদ্র নষ্ট করবো না’-এ স্লোগানে বরগুনার পাথরঘাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে। 

রোববার (৮ জুন) বেলা ১১টার দিকে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের যৌথ আয়োজনে পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সমুদ্রে প্লাস্টিকসহ দুষণমুক্ত করতে সমুদ্রগামী জেলেদের মাঝে সচেতনতামূলক আলোচনা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়া, পাথরঘাটা উপজেলা যুবদলের সাবেক সভাপতি এরফান আহমেদ সোয়েন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক সোহেল মল্লিক, স্বেচ্ছাসেবক সোয়েব তাসিন, জেলে ছগির হোসেন, আব্দুল জলিল প্রমুখ। 

মনোজ কুমার কীর্তনীয়া ও এরফান আহমেদ সোয়েন বলেন, পানি ছাড়া পৃথিবীতে জীব, জন্তু, গাছপালা ও মানুষ বাঁচতে পারে না।

সমুদ্রের পানি ও সমুদ্রের সম্পদ ছাড়া আমাদের মানবকুল এবং পৃথিবী টিকে থাকার সুযোগ নেই। তাই সমুদ্র আমাদেরই টিকিয়ে রাখতে হবে। আমাদের সবার এগিয়ে আসতে হবে।

The post পাথরঘাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত  appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.